যে সব কারণে রোজা ভঙ্গ হয় বা হয় না

১। মাসআলা: রোজা রাখিয়া যদি রোজার কথা ভুলিয়া কিছু খাইয়া ফেলে, কিংবা ভুলে স্বামী-সহবাস হইয়া যায়, রোজার কথা মাত্রই মনে না আসে, তবে তাহাতে রোজা ভঙ্গ হয় না । যদি ভুলে পেট ভরিয়াও পানাহার করে কিংবা ভুলে কয়েকবার পানাহার করে তবুও রোজা ভঙ্গ হয় না । ( কিন্তু খাওয়া শুরু করার পর স্মরণ হইলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করিতে হইবে । কিছু জিনিস গিলিয়া ফেলিলেও রোজা ভঙ্গ হইয়া যাইবে । )

২। মাসআলা: কোন রোজাদারকে ভুলবশত: খাইতে দেখিলে যদি রোজাদার সবল হয় এবং রোজা রাখিতে কষ্ট না হয়, তবে তাহাকে স্মরণ করাইয়া দেওয়া ওয়াজিব । কিন্তু যদি রোজা রাখিবার মত শক্তি তাহার না থাকে, তবে স্মরণ করাইবে না; তাহাকে খাইতে দিবে ।

৩। মাসআলা: রোজা রাখিয়া দিনে ঘুমাইলে ও স্বপ্নদোষ হইলে ( বা স্বপ্নে কিছু খাইলে ) রোজা ভঙ্গ হয় না ।

৪। মাসআলা: রোজা রাখিয়া সুরমা বা তেল লাগানো অথবা খুশবুর ঘ্রান লওয়া দূরস্থ আছে । এমন কি চোখে সুরমা লাগাইলেও যদি থুতু কিংবা শ্লেষ্মায় সুরমার রঙ দেখা যায়, তবুও রোজা ভঙ্গ হয় না, মকরুহও হয় না ।