রোজার ফজিলত

 হাদিস শরীফে রোজার অনেক সওয়াব বর্ণিত হয়েছে আল্লাহ তাআলার নিকট রোজার মর্তবা অতি বড় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তি রমজান শরীফের রোজা ঈমানের সঙ্গে শুধু আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতের সওয়াব লাভের আশায় রাখিবে তাহার পূর্ববর্তী সমস্ত সগিরা গুনাহ মাফ হইয়া যাবে ।