আল্লাহর নিকট নামাজ অতি মর্তবার
এবাদত । আল্লাহর নিকট নামাজ
অপেক্ষা অধিক প্রিয় ইবাদত আর নাই । আল্লাহপাক স্বীয়
বান্দাগণের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন । যাহারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো পড়িবে,
তাহারা ( বেহেস্তের মধ্যে অতি বড় পুরস্কার এবং
) অনেক বেশি সওয়াব পাইবে, ( আল্লাহর নিকট অতি
প্রিয় হইবে ) । যাহারা নামাজ পড়ে
না তাহারা মহাপাপী ।
হাদীস শরীফে আছে : যে ব্যক্তি উত্তম রূপে অজু করিয়া
ও ভয় ও ভক্তি সহকারে মনোযোগের সহিত রীতিমতো নামাজ আদায় করিবে কেয়ামতের দিন আল্লাহ
তা’আলা তাহার সগিরা গুনাহ সমূহ মা’ফ করিয়া দিবেন এবং বেহেশতে স্থান দিবেন ।
অন্য হাদিস আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন
: নামাজ দিনের ( ইসলাম ধর্মের ) খুঁটি স্বরূপ । যে উত্তমের নামাজ কায়েম রাখিলো, সে দ্বীনকে কায়েম রাখিলো,
এবং যে খুঁটি ভাঙিয়া ফেলিলো, অর্থাৎ নামাজ পড়িল না,
সে দ্বীনকে বরবাদ করিয়া ফেলিলো ।’